প্রতিষ্ঠান পরিচিতি

ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি সাতক্ষীরা জেলার, শ্যামনগর থানার অন্তর্গত রাজা প্রতাপাদিত্ত্যের রাজধানী ঐতিহ্যবাহী ধূমঘাট (শীলতলা) গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৭১ খ্রিস্টাব্দে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা স্বর্গীয় ফকির চাঁদ মন্ডল। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক স্বর্গীয় নিখিল রঞ্জন মিস্ত্রি এবং ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন স্বর্গীয় শুকদেব মন্ডল (প্রাক্তন চেয়ারম্যান – ৮ নং ঈশ্বরীপুর ইউনিয়ন)। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা স্বর্গীয় ফকির চাঁদ মন্ডল ৪.৩৬ একর জমি স্কুলের জন্য দান করেন। বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম অত্যন্ত মনোরম পরিবেশে পরিচালনা করা হয়।
একাডেমীক তথ্য
শিক্ষকদের তথ্য
ছাত্রছাত্রীদের তথ্য
সকল ডাউনলোড
স্কুল অনুষ্ঠান















