ত্রিপাণি বিদ্যাপীঠ,মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়টি ০৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়নের মধ্যে ০৩নং ওয়ার্ডের জেলেখালি গ্রামে অবস্থিত।অত্র ত্রিপাণি বিদ্যাপীঠ,মাধ্যমিক বিদ্যালয়টি যে স্থানে স্থাপিত হয় উক্ত স্থানে মথুরাপুর সিন্ধু বালা প্রাথমিক বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান ছিল উহার পূর্ব পার্শ্বে একটি নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ছিল। সরকারি অনুমোদন প্রাপ্ত নহে। উক্ত প্রতিষ্ঠানে ০৩ জন কর্মরত শিক্ষক ১) বাবু গৌরপদ মন্ডল ২) বাবু ধনঞ্জয় কুমার মিস্ত্রী ৩) বাবু অম্বিকা চরন মন্ডল । একদিন চেয়ারম্যান বাবু কালীপদ গাইন মহাশয় অত্র এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব উপস্থাপন
শিক্ষাই আলো। কেবলমাত্র শিক্ষাই অজ্ঞতার অন্ধকারকে দুর করে। সত্যিকার শিক্ষা শুধুমাত্র ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তার চেয়েও বেশি কিছু। শিক্ষার উদ্দেশ্য হল ব্যক্তিকে আলোকিত করা এবং ব্যক্তির সক্ষমতা বৃদ্ধি করা। ইহা শিশুর সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে। একজন ব্যক্তি শিক্ষার সাহায্যে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জয়ী হয়। শিক্ষা ভালোর দিকে মানবিক উন্নয়নের জন্য অনুঘটক হিসেবে









